Utsob Roy reviewed The Complete Robot by Isaac Asimov (Robot Series)
Review of 'The Complete Robot' on 'Goodreads'
5 stars
অবশেষে... আমি ইহা শেষ করিলাম। It was a longread and goodread too. বইটা দীর্ঘদিন ধরে পড়েছি, মাঝে আরও অনেক বই পড়া হয়ে গেছে। সবগুলোই বেশ ভালো। সবশেষে ছিল Bicentennial Man. আগে মুভি দেখেছি। অবশ্যই গল্পটা বেটার।
গল্পটায় যে জিনিসটা ভালো লাগেনি তা হলো সবভাবে মানুষ হওয়ার চেষ্টা। আমার মনে হয়না মানুষের সমান অধিকারের জন্য এটা দরকারি। এর প্রয়োজনটাই বা কী? একজন রোবট, আর্টিস্ট সমস্তকিছু হিসেবে সে মানুষের চেয়ে কম সম্মানীয় ও গুরুত্বপূর্ণ না। শেষের দিকে চরিত্রটি খুব সামান্য পরিমাণে ব্রিটিশ সাম্রাজ্যের বাঙালি প্রবাসীদের কথা মনে পড়িয়ে দেয় যারা পুরোমাত্রায় ব্রিটিশ হতে চেয়েছিলেন।
ওভারঅল, চমৎকার!