Utsob Roy reviewed Animal Farm by George Orwell
Review of 'Animal Farm' on 'Goodreads'
5 stars
কিছু কিছু লেখা অনেক অনেকদিন ধরে প্রাসঙ্গিক থাকে। যে লেখে তার শরীর পচে যায়, অনেক চিন্তা অনেক দর্শন আজকের যুগে বাতিল হয়ে যায়, লেখাটা থেকে যায়। মানুষের সভ্যতার কেবল কৈশোর বলা চলে। এইসব কালবৈশাখির দিনরাত্রি শেষ হলে তবে অ্যানিমাল ফার্ম বাতিল হবে।
অ্যানিমাল ফার্ম উপন্যাস নয়, উপন্যাসিকা। বহুতর মানুষের সংগ্রাম ও সাফল্য কীভাবে সামান্য কিছু মানুষ চুরি করে নেয়, তাদের স্বপ্নকে করে নির্বাসিত, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ কীভাবে জনস্বার্থের বীপরিতে দাঁড়ায় তারই গল্প একটা ফার্মহাউজের বিদ্রোহী প্রাণীদের বিদ্রোহ ও বিদ্রোহোত্তর সময়ের মধ্যে রূপকার্থে বলেছেন অরওয়েল। এই গল্প কি আজকের গল্প? প্রায় সবদেশের, সবসময়ের গল্পটা এরকমই। বাংলাদেশই দেখেন, একটা ব্যর্থ স্বপ্নমাত্র।