Back
Charles Seife: Zero (2000, Penguin (Non-Classics)) 5 stars

The Babylonians invented it, the Greeks banned it, the Hindus worshiped it, and the Church …

Review of 'Zero' on 'Goodreads'

5 stars

সেমি-পপ সায়েন্স। মানে একটু ম্যাথ জানা থাকলে ভালো হয়। খানিকটা 'ইনফিনিট পাওয়ার' এর মত। তবে এখানে ম্যাথ একটু কম। মানুষের জ্ঞানরাজ্যে শুন্যের আবির্ভাব থেকে তার প্রতি সমীহে কেটে যাওয়া কয়েকশো বছরের গল্প। শুধু অংকের না, ধর্মের, সমাজের, দর্শন ও বিজ্ঞানের গল্প।

দুটো নতুন ভাবনার উদয় হলো।

একটা হচ্ছে মুসলিমরা যে খৃষ্টানদের বাইবেল ফ্যাব্রিকেশনের জন্য দায়ী করে তা একেবারে ফেলে দেওয়ার নয়। অ্যারিস্টটলের কসমোলজিকে বাইবেলের সাথে মেলাতে গোঁজামিল দিতে হয়েছে। নবীকেন্দ্রিক না হলেও ফ্যাব্রিকেশন আছে।

আরেকটা হচ্ছে ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট সেই ডার্ক এজে যে দুর্দান্ত কাজ করেছে তারপর ক্ষণে ক্ষণে স্পার্ক ছাড়া বিজ্ঞানে নিজেদের যে দীনতা দেখায় তার কারন অনুসন্ধানে ইচ্ছুক। কেউ এই বিষয়ে কিছু বলতে পারলে বা পড়ার জিনিসের সন্ধান দিলে কৃতজ্ঞ থাকবো।