Utsob Roy reviewed The Fall by Albert Camus
Review of 'The Fall' on 'Goodreads'
5 stars
এই বই কি ফিকশন ক্যাটেগরিতে ফেলা যায়? অবশ্যই, আফটারঅল নভেলই তো। কিন্তু নন-ফিকশনও তো বটে! মানুষ তো শেষমেশ নিজের সাথেও সবসময় সৎ না। ডায়েরি লেখার সময়ও সে খেয়াল রাখে নিজের কাছে যেন ছোট না হয়ে যায়। নিজের ইগো, নিজের দয়ার জায়গায় দয়া দেখানোর মোহ, ভালোবাসার জায়গায় ভালোবাসার অহংকার, এগুলো তো মানুষ সহসা স্বীকার করে না। সেগুলোই যদি বলা যায় তো তা ফিকশনের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে।
সাহিত্যমানে এই বইটা [b:L'Étranger|15688|L'Étranger|Albert Camus|https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1332596551l/15688.SY75.jpg|3324344]-এর থেকে ভালো লেগেছে।