Utsob Roy reviewed Philosophical investigations by Ludwig Wittgenstein
Review of 'Philosophical investigations' on 'Goodreads'
4 stars
এই বইয়ের বিশ্লেষণ আমার মত মূর্খে সম্ভবে না। অতএব, মতামতগুলোকে খুব একটা গুরুত্বের সাথে নেওয়ার দরকার নেই।
পড়তে গিয়ে প্রথমেই যে জিনিসটা মাথায় এসেছে, সেটা হচ্ছে বইটা ট্রাকটেটাস লজিক-ফিলোসফিকাসের মত গোছানো না। মৃত্যুর কিছুদিন আগে লেখা এই বইয়ের শেষের কিছু অংশ সম্পাদকদের সংযোজন, যা হয়ত উইটজেনস্টাইন নিজেও বাদ দিয়ে দিতেন।
তো, কী নিয়ে কথা বলে এই বই? উদ্দেশ্যই বা কী?
উদ্দেশ্যটা আগে বলে নিই, ওঁনার নিজের ভাষাতেই উদ্দেশ্যটা হলো:
464. My aim is: to teach you to pass from a piece of disguised nonsense to something that is patent nonsense.
বইটার শুরুতেই ল্যাঙ্গুয়েজ-গেইম নামে একটি কন্সেপ্টের অবতারণা ঘটেছে। ওঁনার মতে ভাষার কন্টেক্টের ওপর বেজ করে আলাদা আলাদা সাব-ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ গেইম থাকে। এসব ল্যাঙ্গুয়েজ-গেইমে শব্দের অর্থ, বাক্যবিন্যাস, অর্থ নিরূপণের পন্থা সবকিছুই আমরা যেমন মোটাদাগে একটা ভাষাকে ভাবি তার থেকে আলাদা হতে পারে।
এই আলোচনার হাত ধরে এসেছে চিন্তাভাবনা, সেন্সেশান, ফিজিওলজি ও সাইকোলজি।
বইয়ের ধরণটা একটু ইন্টারেস্টিং। জীবনে যথেষ্ট অভিজ্ঞতা হলে আপনার আসলে অনেকরকম ইন্টারকানেক্টেড চিন্তা থাকবে যেগুলো কোনো একটি বিষয়ের অন্তর্গত নয়। এই ধরণের চিন্তাগুলো নিয়ে আপনার বলতে ইচ্ছা করবে কিন্তু বললে এত বেশি বিষয় থেকে বিষয়ে যাতায়াত করতে হবে যে আপনি কন্সিস্টেন্সি ও বোধগম্যতার কথা ভেবে লিখবেন না। এই বইটা হচ্ছে সেই ধরণের বই যা থিঙ্কাররা লিখতে ভয় পান।