Utsob Roy reviewed The waste land by T. S. Eliot (A Norton critical edition)
Review of 'The waste land' on 'Goodreads'
4 stars
এই বইটা আমি বারবার পড়ি। খুব যে পছন্দ করে পড়ি তা কিন্তু না। তবে সময়ে সময়ে পড়ে গোটাবিশেক বার পড়ে ফেলেছি। বইটার এখন খুব সুন্দর অ্যানোটেড ইবুক পাওয়া যায়। প্রিন্টেড বইয়ের মত ফুটনোটের জঙ্গলে না হারিয়েও পড়া যায়।
আমি এই বইটার ফুটনোটগুলো কখনো পড়িনা। ফলে, প্রথম যখন পড়েছি, অনেক চরিত্র, অনেক ফ্রেজের উৎস-তাৎপর্য কিছুই জানতে পারিনি। মজা হয় যখন কখনো মিথ, শেকস্পীয়ার, ইতিহাস ইত্যাদি পড়ে ওয়েস্ট ল্যান্ডের রিলেটিভ অংশগুলো আবার বুঝতে পারি।
আজ অনেকদিন পর পড়ে মোটামুটি অর্ধেক জিনিস চিনতে পেরেছি।