Utsob Roy reviewed The Bell Jar by Sylvia Plath (Everyman's Library 212)
Review of 'The Bell Jar' on 'Goodreads'
3 stars
উপন্যাস, তবে সেমি-অটোবায়োগ্রাফিক। কিছু স্টেরিওটাইপ ভালো লাগে নাই। এবং, মাঝেমধ্যে মনে হয়েছে প্লাথ হয়ত রেসিস্ট ছিলেন।
অনেকে এই বইটিতে 'ফেমিনিজম' পেয়েছেন, আমি পাইনি। অবশ্যই প্লাথ স্বাধীনচেতা। কিন্তু সেটা তার চাহিদা। ফেমিনিজম শুধুমাত্র সেই চাহিদাটা না। বরং, নারীদের সেই চাহিদা এবং তার অনুকূলে সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা বিষয়ক দর্শন ও আন্দোলন হচ্ছে ফেমিনিজম। বইটায় চাহিদাটা আছে, দর্শন নেই।