Back
Neil Gaiman: Norse Mythology (EBook, 2017) 4 stars

Neil Gaiman has long been inspired by ancient mythology in creating the fantastical realms of …

Review of 'Norse Mythology' on 'Goodreads'

No rating

নীল গাইম্যানের কথকতা দারুণ। পড়তে বেশ লেগেছে।

ছোটবেলায় সুকুমারের লেখায় যখন থরের অপদস্থ হওয়া বা র‍্যাগনারকের কথা পড়েছিলাম, হজম করতে কষ্ট হয়েছিল। শুধুমাত্র হিন্দু মিথোলজির সাথে পরিচিত কারো মনে হতেই পারে "দেবতারাও মরে?! এ আবার কী?!" তারপর তো অনেকদিন কেটে গেলো।

মিথ কিছু একটা বলে আমাদের, আক্ষরিক সত্যি নিয়ে এর কারবার না। একে শিরোধার্য করে মারামারি কাটাকাটি যা দেখি চারপাশে, নেহায়েতই নির্বুদ্ধিতা। পলিথেইস্ট ধর্মগুলোর (যেমন হিন্দু, গ্রীক বা নর্স) দেবতারা হয় অনেকটা মানুষের মত, যে মানুষেরা তাদের বানিয়েছে। মানুষের মত এদের লোভ-লালসা, ইগো, চাতুর্য ও নির্বুদ্ধিতা সবই আছে। তবু নর্স দেবতারা একটু বেশিই মানবিক, বা পুরুষালি। পুরুষালি বলতে বোঝাতে চাচ্ছি এদের শৌর্য-বীর্য এমনকি সতীত্বের সংজ্ঞাও এজটু বেশি পুরুষের চোখে দেখা, আর বেশ মারকুটে একটা জাতি ছিল বোধহয়, তাই সবকিছুতে একটু মারামারির সুযোগ খোঁজে।

তবে সবচেয়ে ভালো ব্যাপার র‍্যাগনারক বা প্রলয়। দৈত্য-দানোদের সাথে দেবতাদের ভীষণ এক যুদ্ধে হলো, বাঁচলো হাতে গোণা তরুণ কিছু দেবতা। পুরনো সময় চলে গেলো, এলো নতুন সময়, নতুন সূর্য-
“I can see further than you can, Loki. I can see all the way to the world-tree,” Heimdall will tell him with his last breath. “Surtr’s fire cannot touch the world-tree, and two people have hidden themselves safely in the trunk of Yggdrasil. The woman is called Life, the man is called Life’s Yearning. Their descendants will populate the earth. It is not the end. There is no end. It is simply the end of the old times, Loki, and the beginning of the new times. Rebirth always follows death. You have failed.”