Review of 'Confessions of a Mask (Peter Owen Modern Classics)' on 'Goodreads'
5 stars
একটি আত্মজৈবনিক উপন্যাস। তবে আমার মনে হয়েছে উপন্যাসের চেয়ে আত্মজীবনীই বেশি এখানে। উপন্যাসের উসিলায় বরং নিজের মনস্তত্ত্বের এত গভীরে যাওয়া গেলো যেটা বোধকরি সাধারণভাবে কেউই বলতে সাহস করত না।
বইটা ভালো লেগেছে কয়েকটি কারণে। সমকামী ও পার্ভার্ট মন ('এবং', সমকামী বলে পার্ভার্ট নয়) কীভাবে কাজ করতে পারে তার একটা বেশ ধারণা পাওয়া গেলো।
সেটা পাওয়া গেলো কেননা লেখক হিসেবে মিশিমা প্রচণ্ড বোল্ড, তার উপমায়, লেখার গাঁথুনিতে এবং ভাবনায়।