Utsob Roy reviewed Lady Chatterley's lover by D. H. Lawrence
Review of "Lady Chatterley's lover" on 'Goodreads'
5 stars
এই বইটা পড়তে গেলে প্রাপ্তমনষ্ক হতে হবে। নাহলে সামাজিকতার দাস হলে এই একবিংশ শতাব্দীতেও আপনি হয়ত বইটাকে পর্নোগ্রাফিক বলে চিহ্নিত করবেন। বইটার প্রাথমিক নাম ছিল 'টেন্ডারনেস', ওটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল হয়ত।
লরেন্স জীবদ্দশায় ও এবং তার পরেও যথেষ্ট কন্ট্রোভার্সির কেন্দ্রে ছিলেন। কিন্তু, একটা অথেনটিসি আছে লোকটার। আর অথেনটিক এক্সপ্রেশন যেহেতু আর্টের কেন্দ্রে, লরেন্স টিঁকে যাবেন বহুদিন।