Bob Doto reviewed Society of the Spectacle by Guy Debord
Have you really not read this?
5 stars
This is the basis of it all.
154 pages
English language
Published Nov. 10, 1994 by Zone Books.
This is the basis of it all.
এই বই নিয়ে বেশি কথা বলার ইলম্ আমার নাই। আশার বিষয় হচ্ছে অন্ততঃ 'স্পেকট্যাকল' বিষয়ক পাঠে এই বইটা হতে পারে শিক্ষার শুরু।
একটা খুব মজার বিষয় হচ্ছে, যদিও যখন তিনি লিখেছেন, সেই ক্যাপিটালিস্ট সোসাইটিকেই তিনি বিশ্লেষণ করেছেন কিন্তু পড়লে হবে তিনি আসলে ভবিষ্যৎবাণী করছেন। প্রচুর ডিজিটাল প্রডাক্ট ও এনএফটির যুগের মানুষদের আসলে স্পেকট্যাকল জিনিসটা বোঝা সহজ। বলা যায় আমাদের জীবন থেকে নেওয়া।